
৫ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করল পাকিস্তান।
৪০০ রানের বড় লক্ষে খেলতে নেমে শাদাব খানের বোলিং তোপে ১৫৫ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে৷ ফলে ২৪৪ রানের বিশাল বড় জয় তুলে নেয় পাকিস্তান। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ডোনাল্ড তিরিপানো।
পাকিস্তানের শাদাব খান একাই নেন ৪ উইকেট।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ফখর জামানের ডাবল সেঞ্চুরি ও ইমাম উল হকের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯৯ রানের বিশাল স্কোর করে পাকিস্তান। যেটি তাদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ৷
