
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে নেই পেসার মুহাম্মদ আমির। আগামী ৭ অক্টোবর দুবাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। আবু ধাবিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর।
টেস্টের পাকিস্তান দলঃ
- আজহার আলি,
 - ফখর জামান,
 - ইমাম-উল-হক,
 - বাবর আজম,
 - আসাদ শফিক,
 - হারিস সোহেল,
 - উসমান সালাহউদ্দিন,
 - সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক),
 - ইয়াসির শাহ,
 - শাদাব খান,
 - বিলাল আসিফ,
 - মোহাম্মদ আব্বাস,
 - হাসান আলি,
 - ওয়াহাব রিয়াজ,
 - ফাহিম আশরাফ,
 - মির হামজা,
 - মোহাম্মদ রিজওয়ান।
 
