দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আমির। তিন মাস পর দলে ফিরেছেন তিনি।

আমিরের পাশাপাশি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফখর জামান এবং লেগ স্পিনার শাদাব খান। এছাড়াও দুই বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেট রক্ষক মোহাম্মাদ রিজওয়ান। সেই সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন ফাহিম আশরাফও।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মোহাম্মাদ হাফিজের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ওপেনার শান মাসুদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার মোহাম্মাদ আব্বাসও।

পাকিস্তান স্কোয়াডঃ

ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলি, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক এবং উইকেট রক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, হাসান আলি, শাহীন আফ্রিদি।