
২০১০ সালে ইংলেন্ড সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল। সেই বছরকে পাকিস্তানের ক্রিকেটকে কালো অধ্যায়ও বলা চলে। ইংল্যান্ডে গিয়ে স্পট ফিক্সিং এ জড়িয়ে পরেন পাকিস্তানের ৩ তারকা ক্রিকেটার। নিষেধাজ্ঞার কবলে পড়তে হল তাদেরকে।
এরপরে ৫ বছর নিষেদাজ্ঞা কাটিয়ে পাকিস্তানে দল জায়গা করে নেন মোহাম্মদ আমির। তিনি এখন পাকিস্তান দলের এক গুরত্বপূর্ন সদস্য। ফিরছে আসিফ ও। পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত। আর পাকিস্তানকে স্পট ফিক্সিং এ লীড দেওয়া সালমান বাট এখন ঘরোয়া লীগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।
এই ব্যাপারে পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম হক বলেন ,’একজন খেলোয়াড় ৫ বছর খেলার বাইরে ছিল। তারপরও তার ফিটনেসের এমন মান দেখতে দারুণ লাগে। নির্বাচিত হওয়ার সবকিছুই পূরণ করেছে ও। আমাদের অবশ্য পরিকল্পনা আছে তাকে নিয়ে। আমরা তাকে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে টেনে আনছি না। আগে তাকে এ দলে খেলানোর চেষ্টা করবো। তারপর সেখান থেকে সে যেখানে যেতে পারে যাক।’
