নির্বাচকদের অবহেলার করণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার। ম্যাচ চলাকালিন সময়ে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে এই ঘটনাটি ঘয়ে। তবে শেষ পর্যন্ত বেঁচে যান তিনি।

তরুণ এই ক্রিকেটারের নাম হলো গুলাম হায়দার আব্বাস। ডানহাতি ফাস্ট বোলার। অনেকদিন ধরেই পাকিস্তান পূর্ব অঞ্চলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন তিনি। কিন্তু হঠাৎ করেই দল থেকে বাদ দেয় তাকে। আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েন আব্বাস। এরপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

ভেবেছেন যা করেছেন তাই। এলসিসিএ মাঠে ম্যাচ চলাকালীন সময় নিজের গায়ে পেট্রোল ঢেলে দেন আব্বাস। গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। তবে মাঠ কর্তৃপক্ষের চেষ্টায় তাকে বাঁচানো হয়।

কেন এমন করতে যাচ্ছিলেন, এমন প্রশ্নের উত্তরে হতাশা হয়ে আব্বাস সাংবাদিকদের জানান, বারবার প্রতিশ্রুতি দিয়েও নির্বাচকরা তাকে দলে ডাকছিলেন না তাই তিনি হতাশ হয়ে পড়ছিলেন।

আব্বাস বলেন, ‘আমি ক্লাব ও অঞ্চলভিত্তিক খেলায় সব সময়ই ধারাবাহিক পারফরমেন্স করি। কিন্তু নির্বাচকরা সব সময়ই আমাকে এড়িয়ে চলে কারণ আমি গরীব ঘরের। শেষ পর্যন্ত তারা (নির্বাচকরা) আমাকে বলেন, দলে ডাক পেতে হলে তাদের টাকা দিতে হবে। তাই আজ আমি হতাশা নিয়ে এখানে এসেছি, নিজেকে শেষ করে দিতে। যদি আমি মরে যাই তবে পূর্বাঞ্চলের কর্মকর্তারাই দায়ী থাকবেন।’