
আগামী মাসের ১ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে নতুন মুখ তিনটি।
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড:
১) আহমেদ শেহজাদ,
২) ফখর জামান,
৩) বাবর আজম,
৪) শোয়েব মালিক,
৫) আসিফ আলী,
৬) সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটকিপার),
৭) হোসাইন তালাত,
৮) ফাহিম আশরাফ,
৯) মোহাম্মদ নওয়াজ,
১০) শাদাব খান,
১১) মোহাম্মদ আমির,
১২) হাসান আলী,
১৩) রাহাত আলী,
১৪)উসমান খান শেনওয়ারি
১৫) শাহীন শাহ আফ্রিদি।
