ইংলেন্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে যাওয়ার একদিন আগে দল নির্বাচন নিয়ে কথা বললেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বললেন, ‘সেরাদের সেরা খেলোয়াড়’ নিয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। পাশাপাশি ইনফর্ম ফাওয়াদ আলমকে কেন দলে রাখা হলো না সেই ব্যাখ্যা দিয়েছেন পাক অধিনায়ক।

২৫ জনের প্রাথমিক দল থেকে ১৫ সদস্যের দল নির্বাচন করতে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন সরফরাজ আহমেদ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরফরাজ জানান,‘দল নির্বাচনে কোনো চাপ ছিল না। তবে সেরা দল গোছানোয় সম্মান রয়েছে। কেউ কেউ বাদ পড়েছে। মাত্র ১৫ জন জায়গা পেয়েছে এই স্কোয়াডে। যারা বাদ পড়েছে তাদের চিন্তা করার কিছু নেই। এবার বাদ পড়েছে এর অর্থ এই নয় যে তাদেরকে আর কখনোই বাছাই করা হবে না। আমার প্রত্যাশা খুব উঁচু এবং আমি নতুন ছেলেদের নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাদের সবথেকে ভালো দিক হচ্ছে তারা বড় মঞ্চে পারফর্ম করতে মুখিয়ে আছে।’

ফাওয়াদ আলমকে নিয়ে সরফরাজ বললেন, ‘জাতীয় দলে নির্বাচনের জন্য তাকে প্রাথমিক ক্যাম্পে রাখা হয়েছিল। তাকে আমরা নেটে দেখেছি এবং আমরা এরপরই দল নির্বাচন করেছি। এটা এমন নয় যে, আমি ভোট দিয়ে তাকে বের করে দিয়েছি। আমার হাতে যদি সুযোগ থাকত তাহলে ২৫ খেলোয়াড় নিয়েই সফরে যেতাম।’

পাকিস্তান স্কোয়াড :

১) সরফরাজ আহমেদ,

২) আজহার আলী,

৩) ইমাম-উল-হক,

৪) সামি আসলাম,

৫) হারিস সোহেল,

৬) বাবর আজম,

৭) ফখর জামান,

৮) সাদ আলী,

৯) আসাদ শফিক,

১০) উসমান সালাউদ্দিন,

১১) শাদাব খান,

১২) মোহাম্মদ আমির,

১৩) মোহাম্মদ আব্বাস,

১৪) হাসান আলী

১৫) রাহাত আলী।