
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার জন্য এই মুহুর্তে আরব আমিরাত অবস্থান করছে নিউজিল্যান্ড। এই সিরিজটি শুরু হয়েছে টি২০ ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২ রানে পরাজিত করে পাকিস্তান।
দেখুন বাকি ম্যাচ গুলোর সময় সূচীঃ
- ২ নম্ভেবর দ্বিতিয় টি২০ রাত ৯.৩০ মিনিট।
- ৪ নম্ভেবর তৃতীয় টি২০ রাত ৯.৩০ মিনিট।
- ৭ নম্ভেবর প্রথম ওয়ানডে বিকাল ৪.৩০ মিনিট।
- ৯ নম্ভেবর দ্বিতীয় ওয়ানডে বিকাল ৪.৩০ মিনিট।
- ১১ নম্ভেবর তৃতীয় ওয়ানডে বিকাল ৪.৩০ মিনিট।
- ১৬-২০ নম্ভেবর প্রথম টেস্ট সকাল ১১.৩০ মিনিট।
- ২৪-২৮ দ্বিতীয় টেস্ট সকাল ১১.৩০ মিনিট।
- ০৩-০৭ তৃতীয় টেস্ট সকাল ১১.৩০ মিনিট। বাংলাদেশ সময়।
