অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে যুবরা। পাকিস্তান জাতীয় দল হেরেছে নিউজিল্যান্ডের কাছে দ্বিপাক্ষিক সিরিজে। আর তারা হেরেছে আফগানিস্তানের কাছে। ট্রুনামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে পাকিস্তানের যুবারা।

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার রোহাইল নাজির করে (৮১) রান ও চার নম্বরে ব্যাট করতে নেমে আলি যারায়াব আসিফ সংগ্রহ করে (৩০) রান, এই দুইজন ছাড়া ছাড়া আর কেউই মাঠে দাড়াতে পারেনি । ফলে ৪৭.৪ ওভারে মাত্র ১৮৮ রানেই অল আউট হয় পাকিস্তান।

আফগানিস্তানের পক্ষে কোয়াইস আহমেদ ও আজমতউল্লাহ তিনটি করে উইকেট নেন। তবে আলোচিত মুজিব ১০ ওভারে ৩৩ রান দিলেও কোন উইকেট পাননি।

জবাবে ইকরাম আলি ও ধারউইশ রাসুলির ব্যাটে চড়ে ১৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে যায় আফগানিস্তান। ইকরাল আলি ৪৬ ও রাসুলি করেন ৭৬ রান। এছাড়া রহমানউল্লাহ ৩১ ও নাসির উহাদাত ১৯ রান করেন।