
চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আজ পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলটি করার পরই ক্রিজের ওপরে পড়ে যান এই পেস অলরাউন্ডার।
সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন ভারত দলের ফিজিও। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও ঠিক না হওয়ায় পান্ডিয়া মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে। ওভারের শেষ বলটি করেন আম্বাতি রাইডু।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পান্ডিয়া পিঠে চোট পেয়েছেন। ভারতের ইনিংসের সময়ে তিনি ব্যাট করতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
