বর্তমান ক্রিকেট যেই অবস্থা দেখছে সেই আবস্থা এক সময় ছিলো না। সেই বাংলাদেশ ক্রিকেটের উত্থানকে কাছ থেকে দেখেছেন বেশ কিছু ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের মধ্যা থেকে একজন হল চন্ডিকা হাথুরুসিংহে- যিনি এখনও টাইগারদের কোচও। বর্তমান সময়ে বাংলাদেশ দলের সাফল্যের পেছনে যার অবদান খুজে পাওয়া যায় সে হল চন্ডিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহের স্বদেশ শ্রীলঙ্কা যখন একজন অভিজ্ঞ কোচের জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, তখন আস্থা রাখা বাংলাদেশি সমর্থকদের একটু শঙ্কা জাগেই হাথুরুসিংহের উপর । যদি স্বদেশী হাথুরুসিংহেকেই কোচ হিসেবে নিয়ে নেয় লঙ্কানরা! তার উপর হাথুরুসিংহেকে শ্রীলঙ্কান হওয়ার প্রস্তাব করা হয়। আর সেই প্রস্তাব করায় শঙ্কা ঘনীভূত হয়েছিল আরও।

তবে এখনি যে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে যাচ্ছেনা। এই ব্যাপারে সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অতীতেও হাথুরুসিংহের প্রতি তার ঘোর আস্থা পাপন প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়ে। রোববার এক সংবাদ সম্মেলনে আলাপকালে জানালেন, হাথুরুসিংহে থাকছেন আরও অন্তত প্রায় দুই বছর।

হাথুরুসিংহেকে শ্রীলঙ্কার দেওয়া প্রস্তাব সম্পর্কে কথা উঠলে পাপন বলেন, ‘শ্রীলঙ্কা তো আগেই ওকে প্রস্তাব করেছিল। অন্য দেশও করতে পারে। তবে আমাদের সঙ্গে হাথুরুসিংহের ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি। এর বাইরে কিছু আমরা এখনও জানি না।’

বোর্ড সভাপতির এমন বক্তব্যের পর হাথুরুসিংহের উপর আস্থা রাখা সমর্থকরা স্বস্তিতে থাকতেই পারেন!