
বাংলাদেশের জাতীয় দলে প্রধান কোচ হাতুরু সিংহের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি, আলোচনা প্রয়োজন –সভাপতি নাজমূল হাসান পাপন
হুট করেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুড়েসিংহে। তবে জনপ্রিয় পত্রিকা ক্রিকইনফো এবং শ্রীলঙ্কার কিছু দৈনিক পত্রিকায় ছাপানো হয়েছে এই সংবাদ। তবে এই ব্যাপারে এবার মুখখুললেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন ‘দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধান কোচ হাথুরুসিংহে। এ সময়ে তিনি আরো বলেন, হাথুরুসিংহের সাথে বসেই সব কিছু ঠিক করা হবে। তবে হাথুরুসিংহে যদি আর থাকতে না চায় তাকে রাখবে না বিসিবি।
পাপন আরো বলেন ,’কোচের তো অভাব নেই। টাকা দিলেই ভালো কোচ পাওয়া যাবে। আর হাতুড়েসিংহে চলে গেলে বিসিবি কখনোই অনুরোধ করবে না। আর আমরা তাকে বেশ ভালো স্যালারি দিয়েই রেখেছিলাম, এই রকম স্যালারিতে আরো অনেক ভালো কোচ পাওয়া যাবে। তবে তার আগে আমরা তার সাথে বসে আলোচনা করবে। সে আসলে কি চাচ্ছে। কারনে তার সাথে আমাদের ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিলো।
