
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি বাংলাদেশ৷ প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে ও দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ৷ প্রথম টেস্টে ৪৩ রানে অল আউট হয় বাংলাদেশ৷ কিন্তু দলের এই বিপর্যয় কেন?
এই বিপর্যয়ে কারণ জানতে গিয়ে বোমা ফাটালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কাল সংবাদ মাধ্যমে তিনি বলেন, টেস্ট খেলতে চান না সাকিব-মোস্তাফিজসহ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার৷
পাপন জানান, আমাদের দেশে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন। পেসার রুবেলের কথা উল্ল্যেখ করে তিনি বলেন, ‘ রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।
আর তাই টেস্টের জন্য আলাদা দল গঠন করার কথা ভাবছে পাপন৷ তিনি বলেন, ‘ টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি, টেস্টে একটি আলাদা সেটআপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দু-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটি করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয়জন তৈরি করতে হবে।’
