২০০৯ সাল পাকিস্তানের ক্রিকেটের একটি কলঙ্কিত বছর। সেই বছরে শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তার সফরে যায়। তখন খেলা চলাকালিন সময় শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা করে। এর পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। তবে নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে যেতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে আইসিসির বিশ্ব একাদশ পাকিস্তানে এসেছে, পিএসএলের ফাইনাল ম্যাচও হয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে, তার আগে শ্রীলঙ্কাও খেলে গেছে পাকিস্তানে। এবার ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তান সফর করলো। এই সফলতায় অনুপ্রাণিত হয়ে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ইংল্যান্ডকে আমন্ত্রণ করেছে তাদের দেশে সফরের জন্য।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস ড্রিউয়ের মাধ্যমে ইংলিশ ক্রিকেট বোর্ডকে এ আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অর্থ দাঁড়ায় যে আমরা সন্ত্রাস ও মৌলবাদ পরাস্ত করেছি।’

এদিকে পাকিস্তানেও নিজ দেশের একটি ক্রিকেট দলকে দেখতে চান জানিয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস ড্রিউ বলেন, ‘আমিও আশা করি খুব তাড়াতাড়িই ইংল্যান্ডের একটি ক্রিকেট দলকে পাকিস্তানে স্বাগত জানাতে পারবো।’

উল্লেখ্য, আইসিসির বিশ্ব একাদশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির সবগুলো খেলাই করাচিতে অনুষ্ঠিত হয়েছে।