স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সোমবার (০৪ জুন) পিসিবি এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টির নিশ্চয়তা পাওয়া যায়।

পিসিবির ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ইনজুরিতে পড়ায় স্কটল্যান্ড সিরিজে থাকছে না পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম। তার বদলে হারিস সোহেলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানের স্কোয়াড:

১) ফখর জামান,

২) আহমেদ শেহজাদ,

৩) হারিস সোহেল,

৪) শোয়েব মালিক,

৫) আসিফ আলী,

৬) হুসাইন তালাত,

৭) সরফরাজ আহমেদ (ক্যাপ্টেন এবং উইকেটরক্ষক),

৮) ফাহিম আশরাফ,

৯) শাদাব খান,

১০) মোহাম্মদ নাওয়াজ,

১১) মোহাম্মদ আমির,

১২) হাসান আলী,

১৩) রাহাত আলী,

১৪) উসমান সানওয়ারি,

১৫) শাহীন শাহ আফ্রিদি।