পেলে সম্পর্কে আইরিশ ফুটবলার চালট্রন বলেন ” মাঝে মাঝে আমি অনুভব করি ফুটবল আবিষ্কৃত হয়েছে এই জাদুকরী ফুটলারটির(পেলে) জন্যেই ।”

বেকেন বাওয়ার (জার্মান প্রাক্তন অধিনায়ক এবং কোচ)বলেছিলেন “”পেলেই সর্বকালের সেরা ফুটবলার ।২০ বছর যাবত সে তার আধিপত্য ধরে রেখেছে ।ডিয়েগো ম্যারাডোনা, প্লাতিনি,ইয়োহানক্রুইফ সবাই তাঁর নিচে থাকবে।পেলের সাথে তুলনায় আসতে পারে এমন কেউ নেই ।” “


ইতালিয়ান ডিফেন্ডার বুর্গনিচ বলেছিলেন “ম্যাচ শুরুর আগে আমি নিজেকে বুঝিয়েছিলাম যে ও রক্ত মাংসে গড়া আর দশটা মানুষের মতোই,কিন্তু আমি ভুল ছিলাম “


এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ফ্রান্সের জাঁ ফন্তাইন বলেন
পেলেকে যখন আমি খেলতে দেখি তখন মনে হচ্ছিল বুটজোড়া এবার তুলে রাখি”


আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রিগান বলেন “আমি রোনাল্ড রিগ্যান,মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট,আপনার পরিচয় দেয়ার দরকার নেই,কারন সবাই জানে পেলে কে “

বিগত লিখাতেই বলে ছিলাম ,পেলেকে নিয়ে একদিনে সব কিছু লিখা সম্ভব নয়। পেলের খেলা দেখার জন্য দ্বিতীয় বিশযুদ্ধ ২ দিনের জন্য বন্ধ ছিল ভাবা যায় !বিষয় টা একবার !


পেলের একটি উক্তি ভক্তদের মনে আজও দাগ কেটে আছে “অন্যের অনুসরণ করো কিন্তু অন্যের অনুকরণ করোনা ” কথাটি তিনি তার পরবর্তী প্রজন্মের ফুটবলার দের সম্পকে বললেও সেটা যেন আমাদের প্রাত্যহিক জীবনেও একটি অপরিহার্য উপদেশ।