শ্রীলংকা জাতিয় দলের ওয়ানডে অধিনায়ক থিসারা পেরেরাকে বরখাস্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন’, “মূলত শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছাতেই পেরেরাকে সরিয়ে দেওয়া হয়েছে। হাতুরুসিংহে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের লক্ষ্য জানিয়েছেন। নতুন অধিনায়ক হিসেবে কাকে দলের দায়িত্ব দেওয়া হবে তা নিশ্চিত নয়।”

আগামী সপ্তাহে এ ঘোষণা আসবে কে হবে অধিনায়ক। তবে সকলে ধারণা করছে দিনেশ চান্দিমাল বা অ্যাঞ্জেলো ম্যাথুসকে দায়িত্ব দেওয়া হতে পারে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর উপল থারাঙ্গার থেকে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন পেরেরা। ভারতে তার নেতৃত্বে দল খেললেও খুব বাজেভাবে হারে লঙ্কানরা।  ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।