শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডে ও টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। শ্রীংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান দু প্লেসি।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ম্যানেজার মোহামেদ মুসাজি জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে দু প্লেসির ছয় সপ্তাহ মতো সময় লাগতে পারে।

সফরের বাকি তিন ম্যাচের জন্য দু প্লেসির জায়গায় অন্যন কোনো খেলোয়াড় নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। বর্তমান স্কোয়াড থেকেই এক জনকে অধিনায়ক করা হবে।

জিরিজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ৮ ও ১২ অগাস্ট হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। আর একমাত্র টি-টোয়েন্টিটি হবে ১৪ অগাস্ট।