
চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজের ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই জয়ের আনন্দ বেশিখন ধরে রাখতে পারেনি দক্ষিন আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় টেস্টে স্লো ওভার রেটের কারণে দক্ষিন আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিষিদ্ধ করা হয়েছে। সাথে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। দলের বাকি সদস্যদের গুণতে হয়েছে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা।
গত জানুয়ারিতে ইন্ডিয়ার বিপক্ষেও স্লো ওভার রেটের কারনে জরিমানা গুনতে হয় ডু প্লেসিদের। আইসিসির নিয়ম অনুযায়ী ১২মাসের মধ্যে একই ভুল ২বার করলে নিষিদ্ধ হবেন ১ম্যাচের জন্য।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের ২য় টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে আধাঘন্টা দেরিতে খেলা শেষ করার কারনে ১ম্যাচের জন্য নিষিদ্ধ নিষিদ্ধ হয়েছেন ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি
