
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের ৫ম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩রা নভেম্বর থেকে। বাংলাদেশে ক্রিকেট অনেক জনপ্রিয় একটি আসর বিপিএল । আর সেটা যদি হয় সিমিত ওভারের খেলা টি-টুয়েন্টি তাহলে তো কথায় নেই। আর বিপিএল খেলা ফেলে রেখে কেউ পরীমনির ছবি দেখবে কিনা সেটাও বলা মুশকিল। তাই বিপিএলের পরেই মুক্তি পেতে পারে পরীমনির ছবি ‘ইনোসেন্ট লাভ’।
পরিচালক বলেন, ‘কিছু দিন পরই বিপিএল খেলা। তাই সিনেমাটি ২২ ডিসেম্বর সারাদেশে মুক্তি দেব। এর শুটিং অনেক আগেই শেষ করেছি। মাঝে চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল না বলে সেন্সরে জমা দেওয়া হয়নি।
সিনেমাটি সেন্সর বোর্ড দেখে খুব প্রশংসা করেছে। এ সিনেমায় পরীমনি ও জেফ দারুণ অভিনয় করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। ‘
