এবার মিস্টার পাপনের মন্তব্যের পর যে জবাব দিলেন বস মাশরাফিঃ কবে অবসর নিবেন মাশরাফি? এই প্রশ্ন নিয়ে এখন মনে হচ্ছে বিসিবি বেশি মাথা ঘামাচ্ছে। সম্প্রতি এই বিষয় নিয়ে বিসিবি একটু বেশি ভাবছে।আমি তো বিসিবির কাছ থেকে অধিনায়কত্ব চেয়ে নিইনি।

বোর্ড প্রধানের বক্তব্যকে হালকাভাবে নিয়ে এবার এত প্রতিক্রিয়া জানালেন মাশরাফি। প্রতিক্রিয়ায় নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি জানান অধিনায়কত্বের জন্য খেলেন না তিনি। বিসিবি তাঁকে দায়িত্ব দিয়েছে এখন চাইলে তাঁরা তা কেড়ে নিয়ে অন্য কাউকে দিতে পারে।আমি তো বিসিবির কাছ থেকে অধিনায়কত্ব চেয়ে নিইনি, বিসিবিই আমাকে দায়িত্ব দিয়েছে।

এখন বিসিবি যদি মনে করে দায়িত্বটা অন্য কাউকে দেবে তো দিতেই পারে। আমি অধিনায়কত্বের জন্য খেলি না।অন্যদিকে খেলাটাকে উপভোগ করেন এবং যতদিন উপভোগ করবেন ততদিন পর্যন্ত চালিয়ে যেতে চান বলেও জানান তিনি। ‘পারফরম্যান্স ঠিক থাকলে আমি খেলে যাব। কারণ খেলাটা এখনো উপভোগ করছি।

আমি এখন যেমন খেলছি, তাতে উপভোগ না করার কোনো কারণ দেখছি না।বাংলাদেশ জাতীয় দলের সীমিত ওভারের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা দীর্ঘদিন যাবত বাংলাদেশকে সফলতার সাথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেটে দেশকে রঙিন জার্সিতে এখনও প্রতিনিধিত্ব করছেন।

তাঁর নেতৃত্বে এই ফরম্যাটে অসংখ্য সফলতা দেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি, সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদের সফলতার চূড়া অর্থাৎ, প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা অর্জন করে টাইগাররা।

এত সফলতার মাঝেও বাংলাদেশের অন্যতম সফল অধিনায়কের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে অন্য কাউকে দেওয়ার গুঞ্জন চড়াও হয়েছে বাতাসে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে, বিসিবি প্রধান নাজমুল হাসানের করা বক্তব্য এই মাত্রাকে আরো প্রভাবিত করেছে।

মাশরাফির টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার প্রসঙ্গ টেনে একটি প্রক্রিয়া শুরুর কথা বলেছিলেনবিসিবি প্রধান। আর এতেই ক্ষোভে ফেঁপে উঠেছে ক্রিকেটানুরাগীরা। তবে ভক্তদের মতো অতটা কঠিনভাবে বিষয়টিকে দেখছেন না বাংলাদেশকে ৪০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে সর্বাধিক ২৪ জয় এনে দেওয়া মাশরাফি মুর্তজা।

পাপন সাহেব তো নিজেই খেলা বোজেনা পাপন সাহেবের উচিত উনার রাজনিতিই করা সব মানুষ কে দিয়ে সব হয় না এটা উনার বুজা উচিত।পাপন এখন মাশরাফির পিছনে লাগছে,পাপন বাংলাদেশর ক্রিকেটের জন্য হ্মতি,পাপনের কারনে আজ নাসির, নাফিজ,বিজয়,ও দলে টাই পাচ্ছে না।মাশরাফির আগেই পাপনকে বিসিবির পত থেকে সরে দেওয়া উচিত।