গত দুদিনে ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে প্রিয়া। রীতিমত ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছেন কেরলের সুন্দরী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়া। ইউটিউবের মাধ্যামে তাঁর অভিনীত ছবির গানের একটি অংশ প্রকাশ হতেই ফেসবুক   সহ সবখানে ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। প্রিয়ার ওই ভিডিও যেখানেই আসছে, লাইক শেয়ারের বন্যায় ভেসে যাচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই অভিনেত্রী।

সকলের মনে প্রশ্ন- প্রিয়া আসলে কে, তিনি কি খেতে পছন্দ করেন, কি করতে পছন্দ করেন, প্রিয় ব্যক্তিত্ব কে, প্রিয় নায়ক বা অভিনেতা কে? এমন শত শত প্রশ্ন ছুটে যাচ্ছে প্রিয়ার কাছে। এমনই নানা প্রশ্ন-উত্তরের ফাঁকে বেরিয়ে এলো তার পছন্দের ক্রিকেটারের নামটি।

ইন্টারনেট দুনিয়ায় যিনি দুদিনে লাখো যুবকের পছন্দে পরিণত হয়েছেন, তার পছন্দের ক্রিকেটার কে জানেন? বিরাট কোহলি বা শচিন টেন্ডুলকার নন। প্রিয়া জানালেন, তার কাছে ভালো লাগে ভারতকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।