ইন্টারনেটে ঝড় তুলা ভারতীয় তরুনী প্রিয়া প্রকাশ। তার একটি ভিডিও নজর কেড়েছে সকলের। অল্প সময়ের মাঝে ভাইরাল হয় সেই ভিডিও।

এক চোখের ইশারায় আর ভুরু নাচিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নজর কাড়েন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। ঝড় তুলেন বাংলাদেশের তরুণদের মনেও। সেই প্রিয়া এবার বললেন ভারত বাংলাদেশের বাপ।

তিনি তাঁর টুইটার একাউন্ট থেকে বাংলাদেশকে মন্তব্য করে বলেন, “কনগ্রেটস ইন্ডিয়া টিম। বাংলাদেশকে ধুইয়ে দিয়েছো। বাংলাদেশ ভুলে যায় যে বাপ বাপ হোতা হ্যায় (বাপ বাপই)।”