
চ্যাম্পিয়ন লীগের প্রথম লেগে রিয়ালের কাছে ৩-১ গোলে হারার পর অনেক ভক্তদের মনে প্রশ্ন রয়ে গেছে যে ,পিএসজি কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ২য় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেমন জয়ে উঠতে পারে নেইমারের পিএসজি কোয়ার্টার ফাইনালে !
চলুন দেখেনেই পিএসজি কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কি করতে হবে ঃ
পিএসজি যদি রিয়ালের সাথে ২-০ গোল জিতে যায় তাহলে সরাসরি পরের রাউন্ডে।
পিএসজি যদি স্কোর ৩-১ করতে পারে তাহলে খেলা অতিরিক্ত সময় এবং তারপর পেনাল্টিতে গড়াবে।
যদি পিএসজি একের অধিক গোল খায় তাহলে তাদের কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হবে। যেমন রিয়াল ২-৫ পিএসজি, রিয়াল ৩-৬ পিএসজি।
