নেইমারের দল বদলের গুঞ্জন শুরু হয়েছিলো অনেক আগে থেকেই। দলবদলের পুরোটা জুড়ে থাকল নাটক। শেষটাও হল নাটকের মধ্য দিয়েই। প্রথমে লা লিগা কর্তৃপক্ষ বাই আউট ক্লজের অর্থ ফিরিয়ে দিলেন।

পরে প্রতিনিধি পাঠিয়ে নেইমার নিজেই ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন বলে জানায় বার্সেলোনা। তার কিছুপরেই ঘোষণা এল আনুষ্ঠানিকভাবে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।চূড়ান্ত খবর আসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে।

বিবিসি খবর দেয়, ফরাসি জায়ান্ট ক্লাবটির সঙ্গে রেকর্ড মূল্যে পাঁচ বছরের চুক্তি সেরেছেন নেইমার।এতে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়েই পিএসজিতে নাম লেখালেন নেইমার।

গত বছরের আগস্টে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে পল পগবাকে জুভেন্টাস থেকে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল আগের ট্রান্সফার ফির রেকর্ড দর।নেইমার সান্তোস থেকে বার্সায় এসেছিলেন ২০১৩ সালে।

কাতালানদের দলে নাম লিখিয়ে হয়ে ওঠেন অপরিহার্য সদস্য। মেসি-সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ। চার বছর পর শেষ হল নেইমারের সেই বার্সা অধ্যায়।

নেইমার ন্যু ক্যাম্পে এসে প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে ১০৫টি গোল করেছেন। কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৮টি শিরোপা জিতে গেলেন।

২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড। গত অক্টোবরে কাতালান ক্লাবটির হয়ে পাঁচ বছরের নতুন চুক্তিতেও এসেছিলেন।

কিন্তু সব ছিন্ন করে আইফেল টাওয়ারের দেশে এখন পিএসজির খেলোয়াড় ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।