নাটক যেন শেষ হয়েও হচ্ছে না ।  এই নাটকেও সেই  একই দৃশ্য ।  বার্সালোনা বনাম পিএসজি ।   নেইমারকে নিয়ে এখন আর কোন নাটক নয় ।

নেইমারকে বার্সা থেকে কেনার পর এবার  নেইমারের রিপ্লেস হিসেবে যাকে চাচ্ছে বার্সা সেই কৌতিনহোকে দলে ভেরানোর জন্য উঠে পড়ে লেগেছে পিএসজি ।

অন্যদিকে নেইমার নিজেও কৌতিনহোকে পিএসজিতে চান ।  সেজন্য পিএসজকে বলেছেন যাতে কৌতিনহোকে লিভারপুল থেকে নিয়ে আসে ।  এজন্য কৌতিনহোর জন্য বড় অংকের টাকা খরচ করতেও রাজি ফরাসি ক্লাবটি ।

অন্যদিকে কৌতিনহোর জন্য ১০০ মিলিয়ন অফার করে বসে আছে বার্সালোনা ।  অন্যদিকে কৌতিনহো নিজেও বার্সায় যেতে চান এমন খবর শোনা যাচ্ছিল এতদিন ।  তবে লিভারপুল বরাবরই তাকে বিক্রি করবেনা বলে জানিয়ে এসেছে ।

এদিকে বার্সার সাথে সাথে রিয়ালকেও হুমকি দিয়ে রাখলেন পিএসজি ।  কারন কৌতিনহোকে না পেলে এমবাপ্পের জন্য ঝাপাবে দলটি ।  আর তাকে পছন্দ জিদানের । তবে সম্ভবত এই মৌসুমে এমবাপ্পে মোনাকোতেই থাকবে ।

কারন যদি ভেতরের কথা সত্যি হয় তাহলে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে কিনে লোনে এক মৌসুমের জন্য মোনাকেই রাখবে বলে কথা দিয়েছিল ।  যদি তেমন কিছু হয় তাহলে মোনাকোতেই থাকবে সে ।  তবে মোনাকোর প্রেসিডেন্ট  ফরাসি তারকার জন্য ১৮০ মিলিয়ন বেধে দিয়েছে ।