নেইমারের পি এস জির হয়ে অভিষেক ম্যাচ হয় আজ গুইনংয়াপ এর বিপক্ষে। শুরুতেই নেইমারকে পেয়ে আক্রমণাত্মক হয়ে উঠেন নেইমারের পি এস জি, ম্যাচ যখন ১৮ মিনিটে পা দিয়েছে ঠিক তখনি নেইমারের পায়ে আঘাত করে বসেন গুইনংয়াপ এর এক রক্ষণভাগী খেলোয়ার,

কিন্তু নেইমার যে থেমে থাকার পাত্র নয় তা আবারো প্রমার করার জন্য উঠে পরে লেগেছেন নেইমার নিজেই। ১৯ মিনিটে নেইমার মাঝ মাঠ থেকে বল নিয় এক দুর্দান্ত শর্ট করের গোলবারের লক্ষে কিন্তু একটুর জন্য নিজের নিশানা ঠিক রাখতে পারেন নি। ২৬ মিনিটে পি এস জি এর পক্ষে কর্নারের বাশি বাজান ম্যাচ রেফারী,

আবারো গোল করতে ব্যের্থ হয় নেইমারের দল। এবার ৩২ মিনিটে হলুদ কার্ড পায় পি এস জির প্লেয়ার কিন্তু গোল করতে ব্যের্থ হয় গুইনংয়াপ। আবার পাল্টা আক্রমন করে বসেন পি এস জি – আবার নেইমারের পাসে হ্যাড দিয়ে বল বারে লাগান কোষ্টা, ৩৯ মিনিটে ণিশ্চিত গোল থেকে  ফিরাত থিয়াগো সিলভা। ১ম ভাগের খেলা শেষ হয় গোল শুন্য হয়ে। •

২য় ভাগের খেলার শুরুতেই আত্বঘাতী গোলে এগিয়ে যায় পি এস জি। ৫৪ মিনিটে কাভানির শর্ট ফেরাতে সক্ষম হয় গুইনংয়াপ এর গোল রক্ষক। ৫৭ মিনিটেও নেইমার কে থামিয়ে দিলো গুইনংয়াপ এর ডিফেন্ডার। আবারো নেইমারের পাসে কাভানির গোল মিস।

এবার আর মিস কনেননি নেইমারের পাস কাভানি। এবার গোল করতে সক্ষম হয় কাভানি। পিএসজি ২-০ গুইনংয়াপ। ৬৭ মিনিটে হলুদ কার্ডের শিকার হয় পি এস জির ভিরাটি। ৮২ মিনিটে ২২২ মিলিওনের যানান দেন নেইমার গোল করে। পিএসজি ৩-০ গুইনংয়াপ।