গতকাল পিএসজি vs লায়ন এর ম্যাচে পিএসজি ফ্রিকিক পায়

তখন কাভানি আসে ফ্রিকিক নিতে কিন্তু আলভেজ কাভানি কে বল দেয়না বল নিয়েত দুজন এর মধ্যে কাড়াকাড়ি অবস্থা তখন নেইমার আসে আলভেজ নেইমার কে ফ্রিকিক নেওয়ার জন্য বল দিয়ে দেয়।

কিচ্ছুক্ষণ পর এম্বাপে কে ফাউল করার জন্য পেনাল্টি পায় পিএসজি আর তখন নেইমার আসে পেনাল্টি নিতে বাট কাভানি নেইমার কে পেনাল্টি না দিয়ে নিজেই নেয়।

নেইমার পিএসজির হয়ে ৬ ম্যাচ খেলেছে এই ৬ ম্যাচে পিএসজি ৪টা পেনাল্টি পেয়েছে যার ১টাও কাভানি নেইমার কে দেয়নি।

নেইমার সবাই মেসি না যে তোমাকে ডেকে এনে পেনাল্টি নিতে দিবে।

একমাত্র নেইমার এর দেশের (ব্রাজিল) এর প্লেয়ার ছাড়া মেসি নেইমারকে যতটুকু আগলে রেখেছিল,যতটুকু ভালোবাসা পেত সে মেসির কাছ থেকে তা সে আর কারো কাছ থেকে পাবে না।

নেইমার এর ফ্যান রা মেসি কে ট্রল করার জন্য বলত মেসি নেইমার কে পেনাল্টি দেয়নি।

পেনাল্টি দলের সেরা খেলোয়াড় ও সিনিয়র খেলোয়াড় রাই নেয় এটা স্বাভাবিক।

কিন্তু তার পরও মেসি নেইমার কে ১৮টা পেনাল্টি দিয়েছে তাও মাত্র ৪ সিজেন এর।

কোন খেলোয়াড় নিজে দলের সেরা ও সিনিয়র খেলোয়াড় হওয়ার পরও ৪ মৌসুম এর দলের অন্য শুধু ১টা খেলোয়াড় কেই ১৮টা পেনাল্টি দিবে..?? তাও নিজে কয়েক বার ২ গোল করে হেট্রিক এর প্রান্তরে দাড়িয়ে থাকার পরও পেনাল্টি পেয়ে সেটা অন্য কে দিয়ে দিয়েছে।

সুয়ারেজ ও বাকি দের দেওয়া পেনাল্টির কথা কথা নাই বললাম।