
আগস্টে রেকর্ড ট্রান্সফারে বার্সা থেকে পিএসজি দলে নেন নেইমার জুনিয়রকে। কিন্তু এবার সেই নেইমারকে নিয়েই ঘটলো পিএসজির বিপত্তি। নেইমারের জন্য নিজ দল থেকে ৮ জন প্লেয়ারকে বিক্রি করে দিতে হচ্ছে পিএসজিকে। হ্যাঁ কথাটা অবিশ্বাস্য হলে সত্য। ইতিমধ্য ২ জনকে বিক্রি করে দিয়েছে পিএসজি। আর সেই ২ জন হল আওরিয়েরকে টটেনহ্যামে আর মাতুইদিকে জুভেন্টাসের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।
নেইমার যোগ দেওয়ায় কারণে দলবদলে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতির লঙ্ঘন হতে পারে বলে মনে করা হচ্ছিল। সেটাই হয়তো কাল হয়ে দাঁড়াতে যাচ্ছে পিএসজির। ক্লাব ম্যানেজার জ্যান ক্লদ ব্লাঙ্ক জানিয়েছেন, নীতির লঙ্ঘন যাতে না হয় সেজন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আট ফুটবলারকে ছাড়তে চায় পিএসজি।
নেইমারকে বিপুল পরিমাণ অর্থে কিনে পিএসজি যে বিপদে পড়তে পারে সেটা আগেই অনুমান করা হচ্ছিল। উয়েফার ‘ব্রেক-ইভেন’ নিয়মে বলা আছে, ক্লাবগুলো তাদের আয়ের চেয়ে তিন কোটি ইউরো পর্যন্ত বেশি ব্যয় করতে পারবে, এর বেশি পারবে না। তাতে, বার্সার মতো বিশ্বখ্যাত ক্লাবটিও উয়েফাকে বিষয়টি যাচাই-বাছাই করতে পিএসজির পেছনে লেলিয়ে দেয় ।
ক্লাব ম্যানেজার জ্যান ক্লদ ব্লাঙ্ক আরও জানিয়েছেন, ‘ফেয়ার প্লে’ নীতির বাইরে গিয়ে কোনো কাজ করে থাকলে ২০১৮/১৯ চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে পারবে না পিএসজি। ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা আমাদের চিঠি পাঠিয়েছেন। খুব দ্রুতই আমাদের যা করার করতে হবে।
