আগস্টে পিএসজিতে যোগদেন নেইমার। যোগদানের পর থেকে এরই মধ্যে সব কয়টি প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি করে গোল করেছেন ও করিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে পায়ের ইঞ্জুরির কারণে গত শনিবার লিগে মঁপেলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে ছিলেন না তিনি। আর তাই এ মৌসুমে ওই ম্যাচেই প্রথম ড্র করে পিএসজি।

কিন্তু অন্যদিকে ঊরুতে আঘাত পাওয়া আর্জেন্টাইন তারকা দি মারিয়া অগাস্ট থেকে ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেনি । তবে এবার চার ম্যাচে অনুপস্থিত থাকার পর ফিরতে প্রস্তুত এই আর্জেন্টিনার মিডফিল্ডার।

যার সুবাদে বায়ার্নের বিপক্ষে এই দুই খেলোয়াড়ের ফেরার বিষয়টি মঙ্গলবার জানান পিএসজির কোচ এমেরি। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় পিএসজির মাঠে শুরু হবে গ্রুপ পর্বের ম্যাচটি।

তবে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সেল্টিকের মাঠে ৫-০ গোলে জিতেছিল পিএসজি। সেই সঙ্গে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত সূচনা করে পিএসজি।