
চ্যাম্পিয়ন্স লীগের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের পরাজয় নিয়ে ফিরে আসেন নেইমারের পিএসজি ।কিন্তু নিজ মাটিতে ফিরে এসে লেগ ওয়ানের খেলায় বিপক্ষ দলকে ৫-২ এর বিশাল ব্যাবধানে হারিয়ে মাদ্রিদকে যানিয়ে বিপদ সংকেত ।রিয়ালকে বুঝিয়ে দিলেন ঘরের মাঠে কতটা শক্তিশালী পেরিসের এই ক্লাবটি ।
চলতি মৌসুমে লেগ ওয়ানের পিএসজির পর্বতি ম্যাচ অনুষ্ঠীত হবে ২৬সে ফেব্রুয়ারী অলিম্পিক ডি মার্সেইলির বিপক্ষে ।পার্ক দেস প্রিন্সেস ভেনুতে খেলাটি শুরুহবে রাত ২ টার সময় ।
