বাংলাদেশ জাতীয় দলের পেস বলার কামরুল ইসলাম রাব্বি। ২০১৬ সালের ২০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিশেক হলেও এখনও ওয়ানডে ও টি২০ ক্রিকেটে অভিশেক হয়নি। অভিশেকের পর এখন পর্যন্ত ৭টি টেস্ট ম্যাচ খেলেছে এই পেসার। ৭ টেস্টে ১১ ইনিংস বল করে উইকেট নিয়েছে ৮টি। ৪.০৩ ইকোনমি রেটে খরচ করেছে ৫০৪ রান।

এই পেসার তামিমের এক হাতে ব্যাট করা দেখে শুভেচ্ছা জানিয়েছে। সেই সাথে পেয়েছে অনুপ্রেরণা। এবং এ থেকে অনেক কিছু শিখেছেন বলে মনে করেন তিনি। তাই আজ তার ফেসবুক পেইজে একটি পোষ্ট করেন। সেখান থেকেই জানা যায় এই তথ্য।

কামরুল ইসলাম রাব্বি তার পেইজে লিখেন, ‘তামিম ভাই যে কাজটা করছে এটি একটি শিক্ষণীয় ব্যপার এবং এটার মাধ্যমে পরবর্তীতে আমরা যারা জুনিয়াররা আছি তারা একজন খেলোয়াড়ের প্রতি আরেকজন খেলোয়াড়ের যে ভালোবাসা বা দেশের প্রতি একজন খেলোয়াড়ের ডেডিকেশন কেমন হওয়া উচিত এটা শিখলাম। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের অনেক কাজে দিবে বা আমাদেরও অনেক উৎসাহী করবে এমন সিচুয়েশানে এরকম সিদ্ধান্ত নিতে।’