
ফজলে রাব্বি,এবারের সিরিজে নতুন চমক। সে বাহাতে ব্যাট করে থাকে। এই বাহাতি ব্যাটসম্যান ঘরোয়া লীগের পারফর্মেন্সের এর কারনেই জাতীয় দলে।
এবারের চলতি জাতীয় লীগে বরিশালের হয়ে খেলেন ক্যারিয়ার সেরা ১৯৫ রানের ইনিংস। আর আয়ারল্যান্ড এ সিরিজে ৩ ওয়ানডেতে ২ ফিফটি & ঘরের মাঠে শ্রীলঙ্কা এ সিরিজেও হাকান একটি ফিফটি।
এই ফজলে রাব্বিকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন ‘আমরা রাব্বিকে সাকিব আল হাসানের বদলী হিসেবে দলে নিয়েছে। কারণ সে ব্যাটিং এর সাথে বাঁহাতি স্পিন দিয়ে অবদান রাখতে পারবে।’
এখন দেখার বিষয় একাদশে জায়গা পেলে দলের জন্য কতটুকু দিতে পারে।
