
চলছে ইন্ডিয়া ক্রিকেটের বড় আসর (আইপিএল)। দুই বছর পর আবারও আইপিএলে ফিরছে চেইন্নায়। ফিরেই দুর্ধান্ত খেলছে তারা। টানা দুই জয়ে সবার উপরে আছে চেন্নাই। কিন্তু এরি মাঝে পেলো খারাপ সংবাদ। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রায়নাকে আগামী ২ ম্যাচের জন্য পাবে না চেন্নাই। হ্যামস্ট্রিং ইনজুরিতে পরার কারনে আগামী রবিবার (১৫ এপ্রিল) কিংস ইলেভেন পাঞ্জাব ও ২০ এপ্রিল রাজস্থানের বিপক্ষে ম্যাচে একাদশে থাকবে না এই তারকা।
কলকাতার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন এই তারকা। এর আগে প্রথম ম্যাচ খেলে ছিটকে পড়েন কেদার যাদব, পুরোপুরি ফিট নয় ফাফ ডু-প্লেসি। পরবর্তি ম্যাচে তাকে পাওয়া যাবে না এটা নিশ্চিত। যাদবের পরিবর্তে ইতিমধ্যে ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলি দলে ভিড়িয়েছে চেন্নাই।
একের পর এক ব্যাটসম্যানদের হারানোর কারনে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আসতে পারে চেন্নাইয়ের। বিশেষ করে তিন নম্বরের পরীক্ষিত রায়নাকে হারিয়ে ধোনিকে নতুন করে চিন্তা করতে করতে হবে ব্যাটিং অর্ডার নিয়ে।
