আগামীকাল এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীকংকাকে ১৩৭ রানে পরাজিত করেছে বাংলাদেশ। এর পর থেকে প্রসংসার সাগরে বাসছে বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটাররা। বিশেষ করে তামিম দেশের জন্য এক হাতে ব্যাট করায় বেশি প্রশংসা পাচ্ছে।

এই তালিকায় রয়েছে সাবেক পাকিস্তানি ওপেনার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফর্মেন্সে মুগ্ধ হয়েছেন তিনি। ব্যাটে বলে বাংলাদেশের অলরাউন্ড পারফর্মেন্সের প্রশংসা করতে কার্পণ্য করেননি এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। এক ভিডিও বার্তায় তিনি বলেন

রমিজ রাজা বলেন, ‘এশিয়া কাপে গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে লঙ্কানদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয়ার পথে এক ধাপ এগিয়ে গেল মাশরাফি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মাশরাফিদের জন্য কঠিন হবে না বলে মনে করেন রমিজ।’

তিনি একই সাথে বলেন, ’দ্বিতীয় রাউন্ডে যে কোন দলের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশিরা।  ‘বাংলাদেশ এখন আর আগের মত নেই, অনেক উন্নতি করেছে তাঁরা। যখন ওপেনিং স্পেলে দুই-তিনটি উইকেটের পতন ঘটে, তখন স্পিনারদের কাজ সহজ হয়ে যায়। মেহেদি হাসানরা সেই সুযোগটাই নিয়েছেন।’

আরও বলেন, ‘এই উইকেটে শ্রীলঙ্কাকে এত অল্প রানে অল আউট করে দেয়া মুখের কথা না। ‘আমি মনে করি বাংলাদেশ এই গ্রুপের ফেভারিট দল। সামনের ম্যাচ তাদের জন্য সহজ ম্যাচ হবে। আর সামনে বড় দলকেও সমস্যায় ফেলবে। মাঠে আজ দর্শক তো দেখেছেন। ২২ হাজার মানুষের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ছিল। বিদেশের মাটিতে দলের সমর্থন যদি এমন হয়, তাহলে দলের মনোবল এমনিতেই বেড়ে যায়।,’