কিছু দিন আগে শেষ হওয়া আইপিএলে তার ঘূর্ণি জাদুতে পরাস্ত হয়েছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৭ ম্যাচ খেলে শিকার করেছে ২১ উইকেট।  আঁটসাট বোলিং করে আইপিএলের সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ডও গড়েছেন এই তরুন।

আইপিএল শেষ করে এবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান জাতীয় দল। এই মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে আলোচিত দুই ক্রিকেটারের নাম রশিদ খান এবং মুজিব-উর-রহমান। রশিদের বয়স ১৯ আর মুজিবের ‌১৭। এই দুই ঘূর্ণি জাদুকরের মায়াবী স্পিনের নেশায় ডুবেছে গোটা ক্রিকেটবিশ্ব। রবিবার থেকে শুরু হতে চলা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে রশিদ-মুজিবকে নিয়ে নিজের ভাবনার কথা জানালেন আফগানিস্তানের ক্যারিবীয় কোচ ফিল সিমন্স।

৫৫ বছর বয়সী সিমন্স বলেছেন, ‘রশিদের বয়স ১৯ হতে পারে, কিন্তু সে একজন ৩০ বছর বয়সী ক্রিকেটারের মতো অভিজ্ঞ এবং পরিণত। সে জানে তার কাছ থেকে আসলে কী চাওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, মুজিব এখনও বয়স আর অভিজ্ঞতার দিক দিয়ে অনেক তরুণ।