বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ চলমান জাতীয় ক্রিকেট লিগ খেলার পর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেবেন।

২০তম জাতীয় ক্রিকেট লিগের দুটি রাউন্ড ইতোমধ্যে গত হয়েছে। বাকি চারটি রাউন্ডে সিলেট বিভাগের হয়ে খেলে এরপর ব্যাট ও প্যাড জোড়া তুলে রাখবেন রাজিন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খেলা ছাড়ার পর মনোনিবেশ করতে চান কোচিংয়ে, যেখানে ইতিপূর্বেও তিনি কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

নিয়মিত রান পাওয়ার পরও অবসর গ্রহণ প্রসঙ্গে রাজিন বলেন, ‘একটা সময় তো থামতেই হতো। বয়সও হয়ে গেছে প্রায় ৩৫ বছর। ক্রিকেট চালিয়ে যাওয়ার মতো ফিটনেস এখনও আছে বলে মনে করি। তবু মনে হলো, এবার খেলা থামিয়ে দিই। জাতীয় লিগ খেলেই তাই অবসর।’

নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য জন্মস্থান ও নিজভূম সিলেটকেই বেছে নিয়েছেন রাজিন। তিনি বলেন, ‘আপাতত স্বপ্ন দেখছি সিলেটের ক্রিকেট নিয়েই। আমাদের সময় সিলেট থেকে চার-পাঁচজনও জাতীয় দলে খেলেছি একসঙ্গে। এরপর অনেক দিন সিলেট থেকে তেমন প্রতিভা বেরোচ্ছে না। আমি চাই সিলেটের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করতে। জাতীয় দলেও কাজ করার স্বপ্ন দেখি।’