
চার বছর পরে টেস্ট দলে ফিরেই আগুন ঝড়া বলিং করলেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে বিপদে লঙ্কানরা। ৪ উইকেট হারিয়ে ১০৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে দুই দল। আর লঙ্কানদের চার উইকেটের ভিতর ৩ টি উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক। আর অন্য উইকেটটি শিকার করেছে তাইজুল ইসলাম।
মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। আর ঢাকা টেস্টে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সানজামুলের জায়াগায় প্রায় চার বছর পরে দলে ফিরেন আব্দুর রাজ্জাক ও মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে আসেন সাব্বির রহমান।
অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলেও লাক্সান সান্দাকান ও লাহিরু কুমারার জায়গায় দলে এসেছেন আখিলা ধনঞ্জয় ও দানুশকা গুনাথিলাকা।
