হঠাৎ-ই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার দুয়ার খুলে গেল মাহমুদউল্লাহ রিয়াদের। সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস তাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে। মাহমুদউল্লাহও খেলতে রাজী। ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র পেতে আবেদনও করেছেন। শনিবার রাতে ফিরতি মুঠোফোন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ।

স্থানীয় গণমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন,‘এটা আমার জন্য বড় সুযোগ। আমি তাদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সিপিএলে খেলার সুযোগ তৈরি করে দিয়েছে। আশা করছি একাদশে থাকার সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছি। আশা করছি দল আমাকে যে প্রয়োজনে নিয়েছে সেই প্রয়োজন মেটাতে পারব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিয়াদ।