বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের নতুন এই ঘোষণায় আলোচনা ও প্রশংসার ফুলঝুরি উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

সারা দেশে সবুজের সৌন্দর্য বাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ‘অ্যা ছিক্স, অ্যা ট্রি’ নামে ক্যাম্পেইন শুরু করেছে গেল বারের রানার্সআপরা। এখন থেকে রাজশাহী কিংসের প্লেয়াররা ছক্কা মারলেই প্রতি ছক্কায় একটি করে গাছ লাগানো হবে।

ফ্রেইঞ্চাইজি কর্তৃপক্ষ বলছেন, তাদের এই ঘোষণায় কেবল রাজশাহীর ভক্তরা নন, সারাদেশের সমস্ত দর্শকই বৃক্ষ রোপণে অনুপ্রাণিত হবেন বলে তারা আশা করছেন।