রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে মোটামুটি বড় ধরণের সুখবরই পেল আর্জেন্টিনা।তাদের গোলকিপার রোমেরোর পায়ের অস্ত্রোপচার সফল ভাবে করা হয়েছে। এই খবরটি নিশ্চিত করেছেন অস্ত্রোপচারের দায়িত্বে থাকা শল্যবিদ র‌্যামন কাগা। কিন্তু অস্ত্রপচার সফল হলেও লম্বা সময় থাকতে পুনর্বাসন প্রক্রিয়ায়।সে জন্য হয়তো রাশিয়া বিশ্বকাপের আসরে দেখা না ও যেতে পারে তাকে।

ইনজুরির জন্য আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পরেই স্পেনের বার্সেলোনাতে চিকিৎসা করাতে চলে যান রোমেরো। সেখানেই গতকাল রোববার সফলভাবে সম্পন্ন হয়েছে অস্ত্রোপচার।

কাকতালীয়ভাবে বার্সেলোনাতেই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা।কাতালান চিকিৎসক র‌্যামন কাগাত বলেন, ‘চিকুইতোর (রোমেরোর ডাক নাম) ছোট্ট এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

’তবে পুনর্বাসন হতে যে সময় প্রয়োজন সে সময়ের পূর্বে হয়ত শেষ হয়ে যাবে বিশ্বকাপের আসর।যে কারণে বিশ্বকাপের এ আসরের তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম আর্জেন্টিনার।