৩৩ বছর  ছাড়িয়ে ৩৪ বছরে পা রেখেছেন রোনালদো। ২০০৯ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রোনালদো৷

এবার পঞ্চমবারের জন্য ইউরোপ সেরার দৌড়ে কোনও ক্লাবের হয়ে মাঠে নামবেন রোনালদো৷ রোনালদো ২০১৪ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জিতেন৷ এরপর টানা দুই বার চ্যাম্পিয়ন্স লিগে জিতেন। ২০১৬ এবং ২০১৭ সালে টানা দুই বার চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে পান।

এদিকে রবিবার ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ৷ আর লড়াই জিতলেই পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খেতাব জিতবেন রোনালদো। শুধু তাই নয় রয়েছে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ।

রবিবারের ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজিত রোনালদো বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত৷ আমরা পুরো দল রোমাঞ্চিত৷ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছি৷ সব কিছু ঠিকঠাক চললে আমরা ইতিহাসের অংশ হয়ে যাবো৷

অন্যদিকে সেরার হওয়ার দৌড়ে থাকা লিভারপুল নিয়ে তিনি বলেন, ‘আজ ওরা নিজেদের যোগ্যতায় ফাইনালে উঠেছে৷ কয়েক বছর আগের মাদ্রিদের কথা মনে করিয়ে দিচ্ছে লিভারপুল৷ তিনজন দ্রুতগতির প্লেয়ারকে সামনে রেখে ফুটবল সাজাচ্ছে ওরা৷’

তবে লিভারপুলের প্রশংসা করলেও নিজেরাই সেরা সেটা বলতে ভুল করেননি তিনি। তিনি বলেন, ‘ ওদের(লিভারপুলকে) আমি যথেষ্ঠ সম্মান করি তবে তাও বলব ফাইনালের জন্য রিয়াল সেরা৷’