স্পেনের ইবিজায় নিজের বাড়িতে ছুটি কাটানোর সময় অসুস্থ হয়ে পড়েন রোনালদো। বর্তমানে তাকে আই সি ইউ তে রাখা হয়েছে।

গুরুত্বর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রোনালদোকে ইবিজার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪১ বছর বয়সী সাবেক এই ফুটবলার এক টুইট বার্তায় জানান, শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে আশাবাদী তিনি।

ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচ খেলে ৬২টি গোল করেন এই কিংবধন্তি রোনালদো। ২০০২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির বিপক্ষে জেতা ম্যাচে দুটি গোলই আসে তার পা থেকে।

ক্লাব পর্যায়ে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান ও এসি মিলানের মতো বিশ্বসেরা ক্লাবে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলে ২০১১ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন ১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর জেতা এই ফরোয়ার্ড।