
সময়ের সেরা খেলোয়ার ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছেরে জুবেন্টসে যোগ দেয় ঠিক তখনি সবার মনে শুরু হয়ে যায় নানান গুঁজব । অনেকেই করেছে এই পর্তুগিজ তারকাকে নিয়ে সমালোচনা কিন্তু এবার মুখ খুললেন ব্রাজিলিয়ান এটাকিং ডিফেন্ডার মার্সালো।
তিনি বলেনঃ সামার ব্রেক শেষে যখন মাদ্রিদে ফিরলাম এবং রন ছাড়া অনুশীলন করা শুরু করতে হয়েছে সেটা আমাদের জন্যে বিস্ময়কর ছিলো। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, রন সেও বিশ্বের সেরা খেলোয়াড় কিন্তু কোনো খেলোয়াড় দলের উর্ধে নয়। এভাবেই রিয়াল মাদ্রিদের ইতিহাস অনেক সমৃদ্ধ সেখানে রন এসে মাদ্রিদের ইতিহাস আরো সমৃদ্ধ করতে সাহায্য করে গেছে কিন্তু মাদ্রিদ এখানে থেমে যেতে পারেনা।
খেলোয়াড়রা দল পরিবর্তন করে, খেলা ছেড়ে দেয় , অবসর নেয় কিন্তু রিয়াল মাদ্রিদ সব সময় থেকেই যাবে। রিয়াল মাদ্রিদে কিভাবে ভালো খেলবে সেটা নিয়ে জুলেন কঠিন পরিশ্রম করে যাচ্ছে। ক্যাম্প নুতে যেয়ে বার্সেলোনাকে হারাতে পারলে খুব ভালো অনুভব হবে দলের ভিতর। আমি কিভাবে নিজেকে মোটিভেট করি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি আমি মাদ্রিদের খেলোয়াড়। এটাই আমার মোটিভেশন!
