যার খেলা মাঠে বসে দেখবেন বলে টিকিট কেটে মাঠে উপস্থিত হয় হাজার হাজার দর্শকরা। শুধু যে জুবেন্টাসের ভক্তরাই তার খেলা উপভোগ করার জন্য মাঠে আসে সেটা বললে ভুল হবে! মাঝে মাঝে বিপক্ষ দলের ভক্তরাও ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা উপভোগ করার জন্যও টিকিট কেটে গ্যালারিতে হাজির হয়। কিন্তু মাঠে গিয়ে যদি দেখেন সেই রোনাল্ডোই আজ একাদশে নেই! তখন কি করবেন?

এরকম পরিস্থিতির মোকাবেলা যদি কখনো কেও হয় তাহলে মেজাজ হারানোটাই স্বাভাবিক, ঠিক এমনটাই হয়েছে গতকাল জুবেন্তাস বনাম জেনোয়ার এর খেলায়। কি ভাবছেন ফ্যানটি জুবেন্তাসের ফ্যান! যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি পুরোটাই ভুল।

একটু বিদঘুটেই লাগার কথা! কিন্তু এটাই সত্যি, গতকাল জুভেন্তাস বনাম জেনোয়ার এর খেলায় জেনোয়ার সমর্থকরা রোনাল্ডো কে মাঠে না দেখে টিকিটের টাকা ফেরত চেয়েছেন তারা।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে জুবেন্তাসকে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে তুলেছেন এই জুবেন্তাস ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যে কারনে জেনোয়ারের বিপক্ষের ম্যাচটিতে তাকে বিশ্রামে রেখেছেন এই তারকা ফুটবলারকে। কিন্তু তা সহজভাবে নিতে পারেননি জেনোয়ার ভক্তরা।

ঘরের মাঠে রোনাল্ডোর পায়ের জাদু ও পাচবারের ফিফা বুর্ষসেরা এই ফুটবাওলারকে খুব কাছ থেকে দেখতে চেয়েছিলেন জেনোয়ার ভক্তরা কিন্তু তাদের সেই স্বপ্ন আর সত্যি হলো না গেলোরাতে। এতকিছুর পরেও হতাশ হয়ে মাঠ ছারেননি তারা! সিরি এ’তে ৩১ ম্যাচ পর জুবেন্তাসকে হারের স্বাদ দিয়েই মাঠ ছেরেছেন জেনোয়ারের উন্মাদ ভক্তরা।  

উল্লেখ্যঃ যারা ম্যচের আগেরদিন টিকিট কেটেছে তারাই মূলত টিকিটের টাকা ফেরত চাচ্ছে।