আগামীকা বিপিএলে চিটাগং এর মুখমুখি হয় কুমিল্লার।  সেই ম্যাচে বল হাতে সবসময় এর মত তান্ডব চালান রশিদ খান।  কালকেও পেয়েছেন ১টি উইকেট।  আর সেই উইকেটটি শিকার করেছে স্ট্যাম্প ভেঙ্গে। খেলার ১৬তম ওভারটি করতে আসেন রশিদ খান। সেই ওভারের দ্বিতীয় বলটি সরাসরি আঘাত করে মিডল স্ট্যাম্পে। আর তাতে স্ট্যাম্পটি ভেঙ্গে দু’খন্ড হয়ে যায়।

এমন কান্ড দেখে হাসতে হাসতে ধারাভাষ্যকার বললেন, ‘রশীদ শুধু চিটাগংয়েরই ক্ষতি করলেন না, পাশাপাশি তিনি সাউন্ড এবং ক্যামেরারও ক্ষতি করেছেন। ‘ মূলত বেশ দামী ক্যামরা এবং সাউন্ড সিস্টেম দিয়েই এই স্ট্যাম্পগুলো তৈরী করা হয়েছে এই বিপিএলের জন্য।