অনলাইনে একটি খবর বার বার ভেসে আসছে বাংলাদেশী পেসার রুবেল হোসেনকে দেশে পাঠানো হবে। কারণ হিসেবে বলা হয় তিনি না কি দলের নিয়ম ভঙ্গ করেছেন। দলের প্লেয়ারদের সাথে হাতাহাতি ও টিম ম্যানেজমেন্টের সাথে বাকবিতণ্ডা করেছেন। তা শাস্থিসরুপ তাকে দেশে পাঠানো হচ্ছে।

এমন খবরে রিতিমত ক্ষিপ্ত পেসার রুবেল হোসেন। তাই তিনি তার ফেসবুক পেইজে লিখেন, আসসালামু আলাইকুম। একটি বিষয় আমি সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারেরই একে অপরের সাথে ভাইয়ের মত সম্পর্ক। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি লক্ষ করেছি যে, আমাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  

ব্যাপারটি নিয়ে আমি খুবই দুঃখিত ও মর্মাহত। আমার শুভাকাঙ্খী সকলকে অনুরোধ করবো এধরনের ভিত্তিহীন খবরের ব্যাপারে সতর্ক হতে। আমি এবং দলের সবাই আপ্রাণ চেষ্টা করছি ভালো করার জন্য। আপনারা সবাই আমার জন্য এবং দলের জন্য দোয়া করবেন।