
আগামী ১৬ জুলাই জ্যামাইকায় টেস্ট সিরিজ শেষ হবে। এর পর আগামী ২২ জুলাই শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। অন্যনদিকে সিরিজ শুরু হওয়ার আগেই দেশে পাঠানো হবে রুবেলকে। দেশে ফেরত পাঠানোর খবর গুজব বলেছিলেন পেসার রুবেল, তা আজ নিশ্চিত করেছে বিসিবি।
গতকাল পেসার রুবেলকে নিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল প্রকাশ করলে পেসার রুবেল হোসেন তার ফেইসবুকে স্টাটাস দিয়ে এটাকে গুজব বলে উড়িয়ে দেন।
তিনি তার স্টাটাস এ লিখেন, “একটি বিষয় আমি সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারেরই একে অপরের সাথে ভাইয়ের মত সম্পর্ক। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি যে, আমাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যাপারটি নিয়ে আমি খুবই দুঃখিত ও মর্মাহত। আমার শুভাকাঙ্খী সকলকে অনুরোধ করবো এধরনের ভিত্তিহীন খবরের ব্যাপারে সতর্ক হতে। আমি এবং দলের সবাই আপ্রাণ চেষ্টা করছি ভালো করার জন্য। আপনারা সবাই আমার জন্য এবং দলের জন্য দোয়া করবেন।”
রুবেলের এই স্টাটাস দেওয়ার পর প্রধান নির্বাচকন মিনহাজুল আবেদিন নান্নু কে জিঙ্গেস করা হলে তিনি জানান, ‘একজন বাড়তি বোলার রেখে আমরা একটা বাড়তি অপশন রেখেছিলাম। এখন মনে হচ্ছে সেটার আর দরকার নেই। সে জন্য রুবেল চলে আসবে।’
দেশে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচটি খেলছেন পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম দিনে ৪.৪ ওভারে নিয়েছিলেন ১ উইকেট। নান্নু আরও বলেন, ‘যদি দেখি খেলার মতো ফিট আছে, তাহলে ওয়ানডে সিরিজের আগে মোস্তাফিজকে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দিব। ‘ আজকে মোস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি।সবকিছু ঠিক থাকলে মোস্তাফিজের দল যোগ দেওয়াতেই হয়ত বাদ পড়বেন পেসার রুবেল।
