তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতিয় ও  শেষ ম্যাচে ওয়েস্ট-ইন্ডিজকে পরাজিত করে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এই সিরিজ জয়ের দিন বড় দুঃসংবাদ পেলো পেসার রুবেল হোসেন। শৃঙ্খলাভঙ্গের কারণে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনার সূত্রপাত ম্যাচের ২৮তম ওভারের। সেই ওভারে রুবেলের একটি বলে চার মারেন হেটমেয়ার। সেই সময় হেটমেয়ারকে উদ্দেশ করে  অনুপযুক্ত শব্দ ব্যবহার করেন রুবেল; যেটি স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। এর পর ম্যাচ শেষে রেফারি তাকে শাস্তি হিসেব একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন।

এর আগেও দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে মেজাজ হারিয়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। সামনে যদি আবারও শৃঙ্খলাভঙ্গ করেন, তাহলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন এই পেসার।