বিপিএলে সবচেয়ে বেশি অর্থ খরচ করা দল রংপুর রাইডার্স। ইতি মধ্যেই তাদের দললে যোগ দিয়েছে ক্রিস গেইল, ম্যাককালামের মত তারোকা ক্রিকেটাররা। এ ছাড়া এ দলে আছে জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, রবি বোপারা, মালিঙ্গা, ডেভিড উইলির মত ক্রিকেটারেরা।

শুধু বিদেশিরাই নয় রয়েছে দেশি ক্রিকেটার। মাশরাফি ছাড়া শাহরিয়ার নাফিস, অাব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেনের মত ক্রিকেটারেরা। তবে দলে শাহরিয়ার নাফীজ খেলছে নিয়মিত, তবে এবারের অাসরে মাত্র ১ টি ম্যাচ খেলেছে দেশে অন্যতম সেরা পেসার রুবেল হোসেন।

বিপিএলে পর্যন্ত মোট ৩ টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। অার এই তিন ম্যাচের ভিতর মাত্র ১ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে রুবেল। দলে মাশরাফি, মালিঙ্গার মত পেসার এবং দুই অলরাউন্ডার রবি বোপারা এবং থিসারা পেরেরার মত পেস বোলার অলরাউন্ডারের জন্যই দলে সুয়োগ পাচ্ছে না রুবেল হোসেন।